ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ৩৭১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৬৬৩ জন।
বিজ্ঞাপন
ঢাকা বিভাগের বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১৩৪ জন। চট্টগ্রামে ১০৩, ময়মনসিংহে ৬৬, রাজশাহীতে ৭৯, খুলনায় ৫৫, রংপুরে ৩৩ ও সিলেটে ভর্তি হয়েছেন ৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞাপন








