Logo

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৫:৫৮
18Shares
ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮
ছবি: সংগৃহীত

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী।

বিজ্ঞাপন

এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা: বরিশাল বিভাগ: ৮৩ জন, চট্টগ্রাম বিভাগ: ১৩৪ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১২১ জন, ঢাকা উত্তর সিটি: ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি: ৮১ জন, খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১১২ জন, ময়মনসিংহ বিভাগ: ৪৪ জন, রাজশাহী বিভাগ: ৪৮ জন, রংপুর বিভাগ: ১৯ জন, সিলেট বিভাগ: ৭ জন।

বিজ্ঞাপন

গত একদিনে সারা দেশে ১,১১১ জন রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৭,৪৪২ জন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯০,২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জন। পেছনের তুলনা: ২০২৪ সালে: হাসপাতাল ভর্তি ১,০১১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন, ২০২৩ সালে: হাসপাতাল ভর্তি ৩,২১,১৭৯ জন, মৃত্যু ১,৭০৫ জন।

বিজ্ঞাপন

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD