Logo

মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস ব্রেস্ট ক্যানসারের কোষ

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৬
6Shares
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস ব্রেস্ট ক্যানসারের কোষ
ছবি: সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে মৌমাছির বিষে থাকা শক্তিশালী যৌগ মেলিটিন মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। আরও বিস্ময়ের বিষয় এই বিষ কেবল ক্যানসার কোষকেই আক্রমণ করে। কিন্তু আশেপাশের সুস্থ কোষ সম্পূর্ণ অক্ষত থাকে।

বিজ্ঞাপন

গবেষকদের মতে, মেলিটিন কয়েক মিনিটের মধ্যেই ক্যানসার কোষের ঝিল্লিতে প্রবেশ করে তা ভেঙে দেয়, ফলে কোষগুলো দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রচলিত কেমোথেরাপিতে যেখানে সুস্থ টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়, সেখানে মেলিটিন নির্দিষ্টভাবে শুধু আক্রান্ত কোষের ওপরই কাজ করে যা লক্ষ্যভিত্তিক চিকিৎসা উদ্ভাবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

পরীক্ষায় দেখা গেছে, এই যৌগটি বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের ক্ষেত্রেও কার্যকর, এমনকি যেসব আগ্রাসী ক্যানসার প্রচলিত চিকিৎসায় প্রতিরোধী সেগুলোর বিরুদ্ধেও এর সমান কার্যকারিতা রয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে গবেষকরা কৃত্রিম মেলিটিন তৈরি করে তা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় ব্যবহারের ওপর কাজ করছেন। ফলে প্রকৃতির ভেতরে লুকিয়ে থাকা চিকিৎসাশক্তিকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে একীভূত করার পথ আরও উন্মুক্ত হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, সাধারণত যাকে ভয় পেয়ে মানুষ দূরে থাকে, সেই ক্ষুদ্র মৌমাছির দংশনই ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে। এই আবিষ্কার দেখিয়ে দিচ্ছে প্রকৃতি থেকেই মানবজাতির বড় বড় রোগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD