স্বর্ণের বাজারে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৭ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

সোনার বাজারে আধুনিকতা আনতে অভিনব উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটি সোনাকে ডিজিটাল ইউনিটে রূপান্তরিত করে লেনদেন, নিষ্পত্তি ও জামানতের কাজে ব্যবহারের পরিকল্পনা করেছে। পরীক্ষামূলকভাবে এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ (পিজিআই)। আগামী বছরের প্রথম প্রান্তিকেই লন্ডনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে এর ট্রায়াল শুরু হবে।
আরও পড়ুন: সৌদিতে পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’
ডব্লিউজিসির প্রধান নির্বাহী ডেভিড টেইট জানান, বর্তমানে অনেক ব্যাংক ও বিনিয়োগকারীর কাছে সোনা কেবল মজুদ সম্পদ হিসেবেই রয়েছে, যা থেকে সরাসরি আয় হয় না। নতুন এ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সোনাকে আরও লাভজনক ও কার্যকর সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। পাশাপাশি এটি মার্জিন কল, জামানত ও অন্যান্য আর্থিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি করবে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ঐতিহ্যবাহী সোনার বাজারে এ পরিবর্তন কার্যকর হতে কিছুটা সময় লাগবে। অতীতে স্বর্ণ-সমর্থিত ডিজিটাল মুদ্রা তৈরির একাধিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। যদিও টিথার গোল্ড ও প্যাক্স গোল্ড আংশিক সফলতা পেয়েছে, তবু তাদের বাজার আকার তুলনামূলক ছোট। এর বিপরীতে বর্তমানে স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রয়েছে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ।
আরও পড়ুন: সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!
ডব্লিউজিসির নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা সোনাকে ফিজিক্যাল মজুদের বাইরে একটি আধুনিক ও ট্রেডযোগ্য সম্পদে রূপান্তরিত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
আরএক্স/