সৌদিতে পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


সৌদিতে পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’
ছবি: সংগৃহীত

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’। গত বছর উদ্বোধনের পর সংস্কার কাজ শেষ করে এ গ্রীষ্মে আবারও অতিথিদের জন্য উন্মুক্ত করা হয়েছে লাক্সারি এই অবকাশ কেন্দ্রটি।


রিসোর্টে প্রবেশ করতে হয় শিলা কেটে তৈরি সরু ও বাঁকানো গলি দিয়ে। ভেতরে রয়েছে আধুনিক ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে সুরেলা সংগীত অতিথিদের স্বাগত জানায়।


আরও পড়ুন: সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!


থাকার ব্যবস্থা চার ভাগে বিভক্ত। সর্বোচ্চ স্থানের ভিলায় রয়েছে মাস্টার বেডরুম, ব্যক্তিগত ইনফিনিটি পুল, কুইন বেড, ডাইনিং স্পেস ও আধুনিক বাথরুম। ফ্লোর-টু-সিলিং জানালা এবং ওয়াক-ইন রেইন শাওয়ারে মিলবে পাহাড়ি পরিবেশের অনন্য অভিজ্ঞতা।


রিসোর্টের সাজসজ্জা মরুভূমির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙে তৈরি। খাবারের তালিকায় রাখা হয়েছে পেরুভিয়ান ডিশ, কাশ্মীরি ভেড়ার মাংসসহ বিশ্বের নানা দেশের পদ। পানীয়তে রয়েছে বিভিন্ন জুস, কফি ও বিশেষ ড্রিংকস।


আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল


অতিথিদের জন্য আছে ওয়াদি পুল, অবজারভেটরি, ডেজার্ট গেমস, অ্যাবসেইলিং, জিপলাইন, ক্লাইম্বিং, হাইকিং, ই-বাইকিং ও নক্ষত্র দর্শনের ব্যবস্থা। স্পা সেন্টারে উপভোগ করা যাবে সাউনা, স্টিম রুম, হাম্মাম, ভিটালিটি পুল ও কোল্ড প্লাঞ্জসহ নানা থেরাপি।


তবে খরচের দিক থেকেও এটি উচ্চমানের। এক শয্যার ওয়াদি ভিলায় প্রতি রাতের ভাড়া ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৬৬ ডলার।


সূত্র: দ্য ন্যাশনাল