Logo

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকদের নিয়ে সাবমেরিন নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০২:২০
30Shares
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকদের নিয়ে সাবমেরিন নিখোঁজ
ছবি: সংগৃহীত

পর্যটকবাহী ওই সাবমেরিনের খোঁজে তল্লাশিরত কানাডার একটি বিমান পানির নিচে সংকেত শনাক্ত করতে পেরেছে

বিজ্ঞাপন

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের নিয়ে নিখোঁজ হওয়া সাবমেরিন টাইটানের এখনো সন্ধান মেলেনি। 

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, পর্যটকবাহী ওই সাবমেরিনের খোঁজে তল্লাশিরত কানাডার একটি বিমান পানির নিচে সংকেত শনাক্ত করতে পেরেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড, নৌবাহিনী ছাড়াও কানাডার একাধিক দল আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত একটি এলাকায় সাবমার্সিবলটি অনুসন্ধান করে যাচ্ছে। ডুবোজাহাজটি খুঁজতে তিনটি সামরিক বিমান পাঠিয়েছে পেন্টাগন।

বিজ্ঞাপন

সমুদ্রবিজ্ঞানী ডেভিড মেয়ার্নস সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ডিপ এনার্জির সাবমেরিনটি ৩৮০০ মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তারা বলছেন, ওই সাবমেরিনে এখন টিকে থাকার জন্য ৩০ ঘণ্টারও কম অক্সিজেন আছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডেরিক বলেন, তাদের বাহিনীর সদস্যরা ‘ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে’ ডুবোজাহাজটি খুঁজছে। তিনি বলেন, এটি হচ্ছে বিশাল এলাকা জুড়ে জটিল একটি অভিযান।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রবিবার আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য পানির নিচে যাওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পর মাদার ভেসেল পোলার প্রিন্স থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই ডুবোজাহাজে ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান রয়েছেন। 

বিজ্ঞাপন

টাইটার সাবমার্সিবলের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে ২০১৮ সালে সতর্ক করে দিয়েছিলেন ওশানগেটের সাবেক একজন বিশেষজ্ঞ। সে কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD