ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের ‘প্রাপ্য’: এরদোয়ান

তবে রাশিয়ার সাথে সংঘাত নিরসণে শান্তিপূর্ণ পথে হাঁটার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
বিজ্ঞাপন
ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ প্রাপ্য। এমনটাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে।
তবে রাশিয়ার সাথে সংঘাত নিরসণে শান্তিপূর্ণ পথে হাঁটার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
বিজ্ঞাপন
শনিবার (৮ জুলাই) সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ প্রাপ্য।’ সাথে এরদোয়ান বলেছেন, দুই পক্ষেরই ফের শান্তি আলোচনায় ফেরা উচিত। তিনি বলেন, ‘ন্যায্য শান্তির পথে কেউ হারে না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে নির্বাচনে সহিংসতায় নিহত ২৬
ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সমর্থন জ্ঞাপন করায় এরদোয়ানকে ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি। আগামী মঙ্গলবার (১১ জুলাই) লিথুনিয়ায় শুরু হবে ন্যাটো সম্মেলন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লাখ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’
বিজ্ঞাপন
ক্ষুদ্র ব্লগ সাইট টুটারে জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেনের ভূখণ্ডগত মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানোয় আমি কৃতজ্ঞ। শান্তি ফর্মুলা আমাদের দেশ, মানুষ ও স্বার্থ রক্ষা করবে।’
জেবি/এসবি









