Logo

দেশ রক্ষায় অস্ত্র হাতে ইউক্রেনের নারী এমপি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
15Shares
দেশ রক্ষায় অস্ত্র হাতে ইউক্রেনের নারী এমপি
ছবি: সংগৃহীত

দেশ রক্ষায় নিজেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। অস্ত্র হাতে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন— আমাদের নারীরাও পুরুষের মতো...

বিজ্ঞাপন

দেশ রক্ষায় নিজেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। অস্ত্র হাতে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন আমাদের নারীরাও পুরুষের মতোই একইভাবে দেশের মাটিকে রক্ষা করবে। খবর সিএনএন'র।

তিনি বলেন, রাশিয়ার বিভিন্ন ধরনের হুমকির মধ্যেই আমরা সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছি।কিন্তু যখন রাশিয়া আক্রমণ করল তখন তো আর বসে থাকতে পারি না।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে টুইটারে রুদিক নিজের হাতে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের পুরুষরা যেভাবে দেশ রক্ষার জন্য কাজ করছেন আমাদের দেশের নারীরাও সেভাবেই মাটিকে রক্ষা করবে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।টুইটারে ৯১ হাজারের বেশি লাইক পড়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার কাছে এটা খুবই অস্বাভাবিক বিষয় ছিল যে আমি একটি বন্দুক হাতে নিয়েছি, আমি অস্ত্র বহন করছি এবং আমি অন্য মানুষকে গুলি করতে প্রস্তুত। এটার কারন রাশিয়া সেনারা কিয়েভে হামলা করেছে এবং তা দখলে নেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমরা আসলে তাদের সাথে খুব কঠিন লড়াই করছি।

সিএনএন জানায়, শনিবার ভোররাতে শহরে বিস্ফোরণের কারণে কিরা রুদিক এবং তার পরিবার একটি আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছেন।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD