পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

পাকিস্তানে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে
বিজ্ঞাপন
পাকিস্তানে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। ইরান বলেছে, তারা জইশ আল-আদলের সাথে যুক্ত দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।
বুধবার (১৭ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাকিস্তান এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কাজকে বেআইনি কাজ বলে উল্লেখ করেছে। ইরাক ও সিরিয়ার পর পাকিস্তান তৃতীয় দেশ হিসেবে ইরানি হামলার শিকার হলো।
পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। মঙ্গলবারের হামলা দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের বিশাল দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে।
বিজ্ঞাপন
রয়টার্স বলছে, জইশ আল আদল নামের এই জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান কর্তৃক তার আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে।পাকিস্তান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি প্রতিবাদ জানিয়ে বলছে, পাকিস্তানের সার্বভৌমত্বের এই নির্মম লঙ্ঘন এবং এর পরিণতির দায় ইরানের উপরই বর্তাবে।
৭ অক্টোবর ইসরায়েল এবং ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনার মধ্যে ইরানি হামলার এ ঘটনা ঘটল।
বিজ্ঞাপন
ইরান ঘোষণা করেছে তারা বৃহত্তর সংঘাতে জড়াতে চায় না, কিন্তু তার তথাকথিত দলগুলো ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা চালিয়ে আসছে।
বিজ্ঞাপন
এ সময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেন, দায়ী গোষ্ঠী পাকিস্তান থেকে দেশে প্রবেশ করেছে। ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী জান আচাকজাই হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, জাইশ আল-আদল হলো সবচেয়ে সক্রিয় এবং প্রভাবশালী জঙ্গি গোষ্ঠী যা সিস্তান-বেলুচেস্তানে সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
জেবি/এজে