Logo

১০৩ বছর বয়সে বিয়ে করলেন ভারতীয় মুক্তিযোদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:৫৫
63Shares
১০৩ বছর বয়সে বিয়ে করলেন ভারতীয় মুক্তিযোদ্ধা
ছবি: সংগৃহীত

নিঃসঙ্গতা কাটাতেই তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অনেকেই নানা মন্তব‍্য করেছেন, তবে তাঁর সিদ্ধান্ত বদলায়নি। নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে আবার বিয়ে করলেন ভারতের মধ‍্যপ্রদেশের ভোপালের বাসিন্দা হবিব নাজার। হবিবের নতুন স্ত্রী ফিরোজ জাহানের বয়স ৪৯ বছর। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে হবিব ও ফিরোজের বিয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফিরোজের সঙ্গে বিয়ে সেরে অটো করে বাড়ি ফিরছেন হবিব। হবিব ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নিঃসঙ্গতা কাটাতেই তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হবিব বলেন, “আমার প্রথম স্ত্রী ছিলেন নাসিকের বাসিন্দা। দ্বিতীয় বার লখনউয়ে গিয়ে আবার বিয়ে করি আমি। তবে আমার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই বড় একা লাগত। কিছুদিন আগেই ফিরোজের সঙ্গে আমার আলাপ হয়। ফিরোজও জীবনসঙ্গীর খোঁজ করছিল। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।” 

বিয়ের পর বেশ সুখেই জীবন কাটছে ফিরোজের। হবিবের সঙ্গে পেয়ে বেশ খুশি তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD