Logo

জিম্মি জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে সোমালি জলদস্যুদের গুলি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৪, ০৩:২৫
600Shares
জিম্মি জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে সোমালি জলদস্যুদের গুলি
ছবি: সংগৃহীত

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের

বিজ্ঞাপন

ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে সোমালি জলদস্যুরা গুলি ছুড়েছে। ছিনতাই করা  মাল্টার পতাকাবাহী একটি জাহাজে অভিযান চালাতে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারটি। তখন এটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের 

বিজ্ঞাপন

ওই মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে, তারপর থেকে তারা এটিকে জলদস্যুতার “কাজে ব্যবহার করছে”। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মার্চ)  ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে, ভারতীয় নৌবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে এমনটি দেখা গেছে।

বিজ্ঞাপন

আট সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেগেছে, এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাইকৃত জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে, দুইবার গুলি ছোড়ে সে।

বিজ্ঞাপন

ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনও বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।

বিজ্ঞাপন

ভারতীয় নৌবাহিনী জানায়, তারা এখন আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD