Logo

পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০৬:২১
149Shares
পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান
ছবি: সংগৃহীত

আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে

বিজ্ঞাপন

ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তেহরানের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা। 

রবিবার (১২ মে) উপদেষ্টা কামাল খারাজি এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক মতবাদে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।”

বিজ্ঞাপন

জানা যায়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ ঘটনার পর থেকে ২ দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

গত ২০১৯ সালে আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেছিলেন, “পশ্চিমের দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিচ্ছে।”

বিজ্ঞাপন

এরপর থেকেই  ইরানের পারমানবিক বোমা তৈরির ব্যাপার নিয়ে আশঙ্কা প্রকাশ করছে পশ্চিমারা। উপদেষ্টা কামালের দাবি নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।

বিজ্ঞাপন

কামাল বলেন, “ইহুদিবাদী শাসক (ইসরায়েল) আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালালে আমাদের প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD