Logo

৪৬৮ হজযাত্রী বহনকারী বিমানে আগুন, জরুরি অবতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৪, ০১:১৪
2.5KShares
৪৬৮ হজযাত্রী বহনকারী বিমানে আগুন, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

মাদিনাগামী ইন্দোনেশিয়ার একটি হজযাত্রীবাহি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত অবতরণ করে

মাদিনাগামী ইন্দোনেশিয়ার একটি হজযাত্রীবাহি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত অবতরণ করে। বিমানটিতে হজযাত্রীসহ ৪৬৮ জন যাত্রী ছিল।

বুধবার (১৫ মে) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার জানিয়েছে, বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, ‘বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন।’

বিমানটিতে ৪৫০ জন যাত্রী ছাড়াও ১৮ জন ক্রু ছিলেন। তবে তাদের কেউই হতাহত হননি। ইরফান জানিয়েছেন বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের পরই এটিতে আগুন ধরে যায়। খবর গালফ নিউজ

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD