১৬০ বারের বেশি ভূমিকম্পে কাঁপলো ইতালির নেপলস শহর

একবার বা দুবার নয় কয়েক ঘণ্টায় দেড় শতাধিক ভূমিকম্পে কাঁপলো ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস
বিজ্ঞাপন
ভূমিকম্প মানেই আতঙ্ক। সেখানে একবার বা দুবার নয় কয়েক ঘণ্টায় দেড় শতাধিক ভূমিকম্পে কাঁপলো ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। ইতালির দক্ষিণাঞ্চলীয় ওই শহরের আশেপাশের এলাকায় ভূমিকম্পের পর বাড়ি-ঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল। খবর বিবিসির।
সোমবার (২০ মে) স্থানীয় সময় সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে ১৬০ বারের বেশি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, গত ৪০ বছরের মধ্যে এটাই ছিল ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
নেপলস শহরের মেয়র ম্যানফ্রেদি জানিয়েছেন, দফায় দফায় ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর পোজুলিতে কয়েকশ তাঁবু টানানো হয়েছে। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তায়ই অবস্থান করেছেন। অনেকেই আবার তাদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে ভয়ে-আতঙ্কে অনেক পরিবারই এখন ওই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।
আরও পড়ুন: রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
বিজ্ঞাপন
নেপলসের এক বাসিন্দা বলছেন, তারা কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এক বাসিন্দা ইল মাত্তিনো পত্রিকাকে বলেছেন, এবারের ভূমিকম্প বেশ শক্তিশালী ছিল। মনে হচ্ছিল যেন এই কম্পন শেষ হবে না।
বিজ্ঞাপন
তবে দফায় দফায় ভূমিকম্প আঘাত হানলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিদর্শনের জন্য নেপলসের কিছু স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয় এবং সতর্কতার জন্য পোজুলিতে একটি নারী কারাগার থেকে বন্দীদের সরিয়ে নেওয়া হয়।
জেবি/এজে








