Logo

মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৩
2Shares
মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ছবি: সংগৃহীত

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেরিদা-কামপেচে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষের শিকার হয়।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহনগুলোতে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলেই মারা যান। কিছু আহত যাত্রীকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের সংখ্যা ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।”

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সম্ভবত যানবাহনের অতিরিক্ত গতি ও নিরাপত্তা নির্দেশনার প্রতি অবহেলা বিবেচনা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক তদন্তে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, মেক্সিকোর সড়ক দুর্ঘটনা দেশটিতে একটি বড় সমস্যা। গত কয়েক বছরে নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহনের অতিরিক্ত চাপে দেশটির সড়কে মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়ে গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD