মা বকা দেওয়ায় নিজেকে শেষ করে দিলো ১২ বছরের ছেলে

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে মায়ের বকুনির পর মাত্র ১২ বছর বয়সী এক শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার, স্থানীয় পুলিশ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিশুটির নাম কৃষ্ণ। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
কৃষ্ণর মা নিশা জানান, একটি বিষয় নিয়ে ছেলেকে বকা দেওয়ার পর দুপুরে কাজে বের হয়ে যান তিনি। ছেলেকে ঘরে রেখে দুপুর ৩টার দিকে বের হন এবং সন্ধ্যায় ফিরে এসে দেখেন কৃষ্ণ ফাঁসিতে ঝুলছে।
নিশা আরও জানান, তিনি স্বামী সুনীলের সহিংস আচরণ ও নেশাগ্রস্ত জীবনের কারণে আলাদা হয়ে ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এর আগেও বাবার নির্যাতনের কারণে আত্মহত্যার হুমকি দিয়েছিল কৃষ্ণ।
পুলিশ জানিয়েছে, কৃষ্ণর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যু নিয়ে এখনো কোনো মামলা হয়নি। কেন এত অল্প বয়সে সে আত্মহত্যার মতো পথ বেছে নিলো— তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
