Logo

সৌদির সঙ্গে হাত মিলিয়ে ভারতকে কঠিন বার্তা পাকিস্তানের!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৬
13Shares
সৌদির সঙ্গে হাত মিলিয়ে ভারতকে কঠিন বার্তা পাকিস্তানের!
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে সম্প্রতি যুগান্তকারী এক প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান সরকার। এই চুক্তির সূত্র ধরে এবার ভারতকে কঠিন এক বার্তা দিয়েছে দেশটি। ভবিষ্যতে ভারতের দিক থেকে কখনও পাকিস্তানের দিকে হামলার হুমকি তৈরি হলে, সেটাকে নিজেদের ওপর হুমকি বলেই ধরে নিবে সৌদি আরব।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানি গণমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

এই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে— তাহলে সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কি না।

বিজ্ঞাপন

জবাবে খাজা আসিফ বলেন, হ্যাঁ, অবশ্যই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌদির সঙ্গে আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’-এর উল্লেখ আছে। এর অর্থ হলো, চুক্তির অংশীদার কোনো দেশের ওপর যদি হামলা হয়— তাহলে তা চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে; অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। তবে, যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।

গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বক্তব্য ও শর্তগুলো এখনও প্রকাশ্যে আসেনি, তবে সৌদির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে সামরিক সংক্রান্ত সবকিছুই অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে। যদিও এটি এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি; তারপরও ৬ লাখ সেনাসমৃদ্ধ পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে সৌদি-পাকিস্তানের চুক্তিকে সৌদি রিয়ালের সঙ্গে পাকিস্তানি পরমাণু অস্ত্রের ‘বিবাহ’ বলে দাবি করতে শুরু করেছে। সূত্র: এনডিটিভির।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD