Logo

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫
11Shares
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮
ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে ভয়াবহ ড্রোন হামলায় একটি মসজিদ রক্তাক্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে প্রার্থনার সময় দারফুর অঞ্চলের আল-ফাশের শহরের একটি মসজিদে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং আরও প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলার পেছনে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত চলছে। আল-ফাশের শহরটি সেনাবাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি হওয়ায় গোষ্ঠীটি ধীরে ধীরে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যেই তিন লাখেরও বেশি বেসামরিক মানুষ সংঘাতের ফাঁদে আটকা পড়েছে।

ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের (এইচআরএল) বিশ্লেষণ অনুযায়ী স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, এলাকার বড় অংশ আরএসএফের দখলে চলে গেছে।

বিজ্ঞাপন

এদিকে জাতিসংঘ সতর্ক করেছে, সংঘাত ক্রমেই জাতিগত সহিংসতার দিকে গড়াচ্ছে। প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নথি অনুসারে, আরএসএফ দখলকৃত এলাকায় অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানে লিপ্ত।

সম্প্রতি মানবিক সহায়তাদানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আল-ফাশের থেকে অ-আরব জনগোষ্ঠী সরিয়ে দেওয়ার পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করেছে আরএসএফ। তবে গোষ্ঠীটি বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কোনো জাতিগত সংঘাতে সম্পৃক্ত নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD