Logo

সাগরে সৃষ্ট ‘নান্দো’ ঝড়টি রূপ নিতে পারে সুপার টাইফুনে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৯
17Shares
সাগরে সৃষ্ট ‘নান্দো’ ঝড়টি রূপ নিতে পারে সুপার টাইফুনে
ছবি: সংগৃহীত

ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামের ঝড়টি ইতোমধ্যে টাইফুনে রূপ নিয়েছে। ঝড়টি আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘নান্দো’ সোমবারের মধ্যে সুপার টাইফুনে পরিণত হতে পারে এবং বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে সুপার টাইফুনের আশঙ্কায় ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

জনগণকে সতর্ক থাকতে, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে। একই সঙ্গে কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা ও সম্ভাব্য বিপদ এড়াতে জলপথ পরিষ্কার রাখার নির্দেশও প্রদান করা হয়েছে। পাথর ও খনি এলাকাগুলো পরিদর্শন এবং বাঁধের অবস্থা যাচাই করার জন্যও বলা হয়েছে।

ডিআইএলজি জানায়, ঝুঁকি কমানো এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে সংশ্লিষ্ট সবাইকে জরুরি পদক্ষেপ নিতে হবে। সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD