Logo

ভারতে বাংলাদেশি ইলিশের দাম আকাশছোঁয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২২
8Shares
ভারতে বাংলাদেশি ইলিশের দাম আকাশছোঁয়া
ছবি: সংগৃহীত

কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশের আগমন শুরু হলেও ক্রেতাদের আগ্রহ তেমন দেখা যায়নি। গত সপ্তাহে খুচরা ব্যবসায়ীরা হাওড়া পাইকারি বাজার থেকে মাত্র সীমিত পরিমাণ ইলিশ সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপি, যা ভারতীয় সাধারণ মানুষের জন্য অনেক ব্যয়বহুল মনে হচ্ছে।

এর ফলে ব্যবসায়ীরা ভাবছেন, আগামীদিনে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি চালু থাকবে কি না। গুজরাট থেকে আসা ইলিশের দাম ৮০০ থেকে ১১ শ রুপি, যা ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে সুবিধাজনক। মিয়ানমার থেকে আসা হিমায়িত ইলিশও ১ হাজার ৫০০ রুপিতে বাজারে বিক্রির জন্য প্রস্তুত আছে।

বিজ্ঞাপন

কলকাতার মাছ আমদানি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ বলেন, “বর্তমান দামে বাংলাদেশি ইলিশ কিনে খুব কম মানুষই আগ্রহ দেখাবে। সোমবার পর্যন্ত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমদানি চালু রাখা হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ডায়মন্ড হারবার থেকে বড় মাপের মাছ পেলে তারা স্টক করতে চাইবেন, কিন্তু ক্রেতাদের সীমিত আগ্রহের কারণে এবার মাত্র ছোট পরিমাণ ইলিশ সংগ্রহ করা হয়েছে। তবে কিছু ক্রেতার কাছে বাংলাদেশের ইলিশের প্রতি এখনো বিশেষ টান রয়েছে, যেমন এক ক্রেতা শুক্রবার একটি ইলিশ কিনেছেন ২ হাজার ৫০ রুপি দিয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশি ইলিশের উঁচু দাম ও তুলনামূলকভাবে ছোট আকার বাজারে কম ক্রয়ক্ষমতা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে আমদানির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD