Logo

বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ জানাল সংযুক্ত আরব আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০০
49Shares
বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ জানাল সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

বিদেশগমনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য আরও এক দুঃসংবাদ এলো। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে, বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে দেশটির অভিবাসন বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

বাংলাদেশ ছাড়াও যে দেশগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে সেগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয়, এসব দেশের ব্যবসায়িক ভ্রমণকারীরাও একই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

বিজ্ঞাপন

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত আশঙ্কা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মহামারির মতো স্বাস্থ্যঝুঁকিকে এ পদক্ষেপের কারণ হিসেবে ধরা হয়েছে। তবে এর বাইরে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি দেশটির সরকার।

নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা নতুন ভিসার আবেদন করতে পারবেন না। এ অবস্থা চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজারে কাজ করতে আগ্রহী লাখো বাংলাদেশি নাগরিকের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD