বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ জানাল সংযুক্ত আরব আমিরাত

বিদেশগমনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য আরও এক দুঃসংবাদ এলো। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে, বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে দেশটির অভিবাসন বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।
বাংলাদেশ ছাড়াও যে দেশগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে সেগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয়, এসব দেশের ব্যবসায়িক ভ্রমণকারীরাও একই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
বিজ্ঞাপন
ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত আশঙ্কা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মহামারির মতো স্বাস্থ্যঝুঁকিকে এ পদক্ষেপের কারণ হিসেবে ধরা হয়েছে। তবে এর বাইরে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি দেশটির সরকার।
নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা নতুন ভিসার আবেদন করতে পারবেন না। এ অবস্থা চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজারে কাজ করতে আগ্রহী লাখো বাংলাদেশি নাগরিকের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।