Logo

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৬
36Shares
জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার
ছবি: সংগৃহীত

জার্মানির বার্লিনের স্প্রি নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নদীতে ফিশারিনজেলে নির্মাণকাজের সময় বোমাটি উদ্ধার হয়। 

ডয়চে ভেলে জানায়, বোমাটি উদ্ধারের পর পুরো অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। প্রতিটা বাড়িতে যেয়ে মানুষকে এই অঞ্চল থেকে সরে যেতে বলে পুলিশ। স্থানীয় বাসীন্দারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান। 

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী আশ্রয় শিবির করা হলে সেখানে মানুষের অনেক ভিড় হয়। এরপরে আরেকটি স্থানীয় স্কুলকেও অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়। এই অঞ্চলে বেশ কয়েকটি দূতাবাসও আছে। 

পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে। ডুবুরিরা সেখানে আরও তল্লাশি চালাবেন। বোমাটি পানির চার মিটার গভীরে শ্যাওলা-জড়ানো অবস্থায় পড়ে আছে। ফলে সেটিকে নিষ্ক্রিয় করার কাজটা বেশ কঠিন হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD