Logo

কাবুল থেকে বিমানের চাকার বগিতে লুকিয়ে দিল্লি পৌঁছাল কিশোর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০
21Shares
কাবুল থেকে বিমানের চাকার বগিতে লুকিয়ে দিল্লি পৌঁছাল কিশোর
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারের বগিতে লুকিয়ে দিল্লি পৌঁছে যায় মাত্র ১৩ বছরের এক কিশোর।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি সামনে আসে।

ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, ছেলেটি আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কাবুল বিমানবন্দরে নিরাপত্তা এড়িয়ে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে সে।

বিমান অবতরণের পর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কোনো পরিকল্পনা নয়, নিছক কৌতূহল থেকেই সে বিমানে চড়ার চেষ্টা করেছিল। তবে দুপুর ১২টা ৩০ মিনিটে একই বিমানে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কাবুল থেকে বিমানের চাকার বগিতে লুকিয়ে দিল্লি পৌঁছাল কিশোর