Logo

জাতিসংঘ নিষেধাজ্ঞা দিলে এনপিটি বাতিলের হুমকি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৪
35Shares
জাতিসংঘ নিষেধাজ্ঞা দিলে এনপিটি বাতিলের হুমকি ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি | ফাইল ছবি

পরমাণু কর্মসূচি ঘিরে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, জাতিসংঘ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তেহরান পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে সরে আসবে।

বিজ্ঞাপন

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের প্রস্তাব দেয়।

তবে তেহরান জানায়, আলোচনায় অংশ নিলেও তারা আইএইএ প্রতিনিধিদের সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেবে না। এ অবস্থায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যস্থতার চেষ্টা চালায়, কিন্তু তা ব্যর্থ হয়। বরং পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে।

বিজ্ঞাপন

এসব ঘটনার পর জাতিসংঘ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়, যা আগামী শনিবার নিউইয়র্ক সময় রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “জাতিসংঘ যদি নিষ্ঠুর পদক্ষেপ নেয়, ইরান জাতিসংঘের সঙ্গে থাকা প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করবে।”

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান আইএইএ-এর সঙ্গে এনপিটি চুক্তি স্বাক্ষর করেছিল। তখন দেশটির ক্ষমতায় ছিলেন শাহ রেজা পাহলভী। ওই চুক্তির মাধ্যমে ইরান অঙ্গীকার করেছিল যে তারা পরমাণু অস্ত্র কর্মসূচি চালাবে না এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

কিন্তু সম্প্রতি আইএইএ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে সহজেই পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এই বিবৃতি প্রকাশের এক সপ্তাহের মাথায় ইসরায়েল ১৩ জুন রাতে ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান হামলা চালায় ইরানে। পরে যুক্তরাষ্ট্রও এতে যোগ দেয়। টানা ১২ দিন সংঘাত চলার পর ২৬ জুন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এরপর থেকেই জাতিসংঘের সঙ্গে নতুন করে জটিলতায় জড়িয়ে পড়েছে তেহরান। ইরানের অভিযোগ, আইএইএ’র অবস্থান ও বিবৃতিই ইসরায়েলকে হামলার সুযোগ করে দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD