Logo

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে যুবক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৩
18Shares
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে যুবক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে সম্প্রতি এক যুবক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় রাতের অন্ধকারে প্রকৃতির ডাকের প্রতিক্রিয়ায় নদীর ধারে গেলে হঠাৎ নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। প্রাণ বাঁচাতে যুবককে অবলম্বন হিসেবে একটি বৈদ্যুতিক খুঁটিতে চড়ে থাকতে হয়। খবর ইন্ডিয়া টুডের।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, যুবকটি হাফ প্যান্ট ও গেঞ্জি পরে খুঁটিতে শক্তভাবে ধরেছেন। নিচ দিয়ে প্রবল গতিতে নদীর স্রোত বয়ে যাচ্ছে। কেউ পাশে থাকলে হয়তো মুহূর্তের মধ্যে তাকে উদ্ধার করতে পারতো, কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিল না। খুঁটি থেকে পড়ে গেলে যুবকটি স্রোতের সঙ্গে ভেসে যেতেন।

পরের দিন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) উদ্ধার অভিযান পরিচালনা করে। ড্রোনের মাধ্যমে যুবকের কাছে দড়ি পৌঁছে দেওয়া হয়, যার সাহায্যে তিনি নিরাপদে উদ্ধার হন।

বিজ্ঞাপন

এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা সৃষ্টি করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD