Logo

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫২
17Shares
পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।”

বিজ্ঞাপন

গণমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরআগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে এ বার্তা দেন তারা।

সিনেটর মার্কলে বলেছেন, ‍“আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, ‘আমরা এই ফাঁদে পা দেব না।”

বিজ্ঞাপন

অভিবাসীদের ওপর ধরপাকড় চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে দুই মাইল দূরে অবস্থিত। সেখানে গত কয়েকমাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড় না চালানো হয় সেজন্য তারা আন্দোলন করছেন। সূত্র: সিএনএন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD