Logo

জাতিসংঘে পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু আখ্যা দিল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০২
26Shares
জাতিসংঘে পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু আখ্যা দিল ভারত
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানকে সরাসরি লক্ষ্য করে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশিরভাগ সন্ত্রাসী হামলার সূত্রপাত পাকিস্তান থেকেই হয়।

বিজ্ঞাপন

জয়শঙ্কর সাম্প্রতিক পেহেলগাম হামলার উদাহরণ টেনে বলেন, সেখানে ২৬ নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে, যা পাকিস্তানের ভূমিকার ভয়াবহ চিত্র প্রকাশ করে।

তিনি মন্তব্য করেন, “যখন কোনো দেশ সন্ত্রাসকে রাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করে, শিল্পায়িতভাবে সন্ত্রাসী ঘাঁটি পরিচালনা করে এবং সন্ত্রাসীদের প্রকাশ্যে প্রশংসা করে, তখন এ ধরনের কর্মকাণ্ডকে স্পষ্টভাবে নিন্দা জানানো উচিত।”

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ‘বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু’ আখ্যা দিয়ে বলেন, দীর্ঘ দশক ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ছড়ানোর মূল দায় পাকিস্তানের। সন্ত্রাসকে যারা অর্থায়ন করছে, তাদের প্রতিহত করা জরুরি এবং এই কার্যকলাপের পুরো ইকোসিস্টেমের ওপর চাপ প্রয়োগ করতে হবে বলেও তিনি জোর দেন।

এ সময় জয়শঙ্কর ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুরসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং সন্ত্রাসের সঙ্গে যুক্তদের বিচারের মুখোমুখি করছে।”

বিজ্ঞাপন

এর আগে একই দিনে জাতিসংঘে ভারতের কূটনীতিক পেটাল গাহলটও পাকিস্তানকে তীব্র নিন্দা করেন। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসবাদকে প্রকাশ্যে প্রশংসা করেছেন।

গাহলট তির্যকভাবে বলেন, “যদি ধ্বংস হওয়া রানওয়ে আর পোড়া হ্যাংগারকে পাকিস্তান বিজয় মনে করে, তাহলে তাদের সেই আনন্দ উপভোগ করতেই দেওয়া যায়।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD