Logo

আইফোনের টাকা জোগাড়ে চাঞ্চল্যকর ভিডিও ছাড়লেন তরুণী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪৪
49Shares
আইফোনের টাকা জোগাড়ে চাঞ্চল্যকর ভিডিও ছাড়লেন তরুণী
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লক্ষীপুরের বাসিন্দা ও ‘বিউটি কুইন’ দাবি করা তরুণী ইনফ্লুয়েন্সার মাহী সিং সম্প্রতি একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে মাহি নিজের জন্মদিনে আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছেন।

জানা যায়, আগামী ২১ অক্টোবর মাহি নিজের জন্মদিনে বাবার কাছে নতুন ফোন উপহার চেয়েছিলেন। তবে ভারতের বাজারে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ৪৯ হাজার রুপি, যা মাহির বাবা দিতে রাজি হননি। এর পর মাহি সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে।

বিজ্ঞাপন

নিজেকে ‘বিউটি কুইন’ দাবি করা মাহি বলেন, তিন মাস আগেই তার বাবা তাকে আইফোন ১৬ কিনে দিয়েছিলেন। কিন্তু নতুন মডেলের ফোনটি জন্মদিনে (২১ অক্টোবর) উপহার চাওয়ায় বাবা রাজি হননি। তাই তিনি অনুসারীদের প্রতি অনুরোধ জানান, ‘আপনারা যদি একজন ১-২ রুপি করে দেন, তাহলেই আমি এই ফোন কিনতে পারবো। আমার স্বপ্ন পূরণ হবে।’

ভিডিওটি সামনে আসতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, এভাবে হলে আগামীতে হয়তো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্যও দান-খয়রাত করবে মেয়েটা।

বিজ্ঞাপন

আবার কেউ কেউ বলছেন, ইউটিউবে সুপারচ্যাট আর ক্রাউডফান্ডিংয়ে ধনী ইনফ্লুয়েন্সাররা টাকা তুললে কেউ কিছু বলে না। কিন্তু গরিব কেউ চাইলে সবার সমস্যা হয়।

নেটিজেনদের মধ্যে এই ঘটনা নিয়ে দ্বিমত থাকলেও, ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে এবং অনেকেই মাহির অভিনব পন্থাকে আধুনিক ‘ক্রাউডফান্ডিং ট্রেন্ড’ হিসেবে দেখছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD