Logo

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬
16Shares
জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া বক্তব্যে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে।” তিনি অভিযোগ করেন, পাকিস্তান বহু দশক ধরে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে এবং এর কারণে ভারতসহ গোটা অঞ্চল ভুক্তভোগী।

জয়শঙ্কর বলেন, “যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব সক্রিয়ভাবে কাজ করে, তখন সেটিকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”

বিজ্ঞাপন

ভারতের মন্ত্রী আরও জানান, দেশটি স্বাধীনতার পর থেকেই সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। পাকিস্তানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, অতীতে ভারতে সংঘটিত বহু সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদ দায়ী।

পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণকে রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে ভারত এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ ও এর পুরো বাস্তুতন্ত্রকে চাপের মুখে রাখার আহ্বান জানান জয়শঙ্কর। তার মতে, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, শেষ পর্যন্ত তারাই এর পাল্টা আঘাতের শিকার হয়।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD