গণধর্ষণ নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুরে গণধর্ষণ নিয়ে নিজের মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। তিনি বলেন, “দমদম বিমানবন্দরে আমি যা বলেছি, তার বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আগে আমার বক্তব্যটা শুনুন, তারপর বিশ্লেষণ করুন। আমি বলেছিলাম—বাংলায় এমন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আছে। কিন্তু কেউ রাতের বেলা বাইরে গেলে, পুলিশ তো সব জানতে পারে না।”
তিনি আরও যোগ করেন, “আমি ধর্ষণ বা সহিংসতার কোনও ঘটনাকেই সমর্থন করি না। বরং পুলিশকে নির্দেশ দিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে। তবে বেসরকারি মেডিকেল কলেজগুলোরও দায়িত্ব আছে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার।”
বিজ্ঞাপন
মমতার বক্তব্যের একটি অংশ—‘রাতের বেলা বাইরে না বেরোতে অনুরোধ’—নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা বলছেন, মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন ভুক্তভোগীর ওপর। বিজেপির কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা আড়াল করতে বেসরকারি কলেজগুলোর ওপর দোষ চাপাচ্ছেন।”
এদিকে, মমতা সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, “আমি তো সাংবাদিকদের মুখোমুখি হই, অনেকেই তো আসেই না। আমার কথার ভুল ব্যাখ্যা করে রাজনীতি করার চেষ্টা করবেন না।”