Logo

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ১৮:৩০
4Shares
অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়েছেন। রবিবার দেশটির অন্তত ২৭টি স্থানে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি টিকবে কি না, সে বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সমাবেশের আয়োজন করে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। সংগঠনটি জানায়, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনির বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেন। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে, রবিবার সকাল থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে যায়। দুই বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সিডনি বিক্ষোভের আয়োজক আমাল নাসের বলেন, “যুদ্ধবিরতি টিকলেও ইসরায়েল এখনো গাজা ও পশ্চিম তীরে দখলনীতি চালিয়ে যাচ্ছে। এই দখলদারিত্ব ও বৈষম্য একটি বর্ণবৈষম্যমূলক শাসনব্যবস্থার জন্ম দিয়েছে।”

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ পরে শহরের প্রধান সড়কগুলোতে পদযাত্রা করেন। পুলিশ জানিয়েছে, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়েছে এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যাবি জর্ডান বলেন, “ইসরায়েলের যুদ্ধবিরতি কখনোই স্থায়ী হয় না। ৭৮ বছর ধরে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব চালিয়ে আসছে। আমরা অস্ট্রেলিয়া সরকারের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাই।”

বিজ্ঞাপন

তবে অস্ট্রেলিয়ার ২০০টিরও বেশি ইহুদি সংগঠনের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি এই বিক্ষোভের নিন্দা জানিয়েছে। সংগঠনের সহ–প্রধান নির্বাহী পিটার ওয়ার্থহেইম বলেন, “বিক্ষোভকারীরা মূলত চান যুদ্ধবিরতি ব্যর্থ হোক, অর্থাৎ সংঘাত চলুক।”

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পরপরই ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেই থেকে চলমান সংঘাতে উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিতভাবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD