Logo

আফগানিস্তানকে কোনো ছাড় নয়, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ১৬:৫৭
10Shares
আফগানিস্তানকে কোনো ছাড় নয়, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একযোগে হুঁশিয়ারি দিয়েছেন, যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারা আফগানিস্তানকে কোনো ছাড় দেবেন না।

বিজ্ঞাপন

গত শনিবার (১১ অক্টোবর) রাতে দুই দেশের সীমান্তে ব্যাপক সামরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া আফগান পক্ষ দাবি করেছে, পাকিস্তান ২৫টি সীমান্ত পোস্ট থেকে সেনাদের সরিয়ে দিতে হবে।

অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি, ওই এলাকায় অনেক আফগান সেনা নিহত হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। পরবর্তীতে আফগান মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের হামলায় তাদের ৯ সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না।

পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক উস্কানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের সেনাদের পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

বিজ্ঞাপন

ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদদ দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ডন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD