Logo

পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ১৪:৫২
14Shares
পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তান শনিবার রাতে পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাতের খবর দিয়েছে। কাবুলের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সেনারা সীমান্তবর্তী ২৫টি পোস্ট দখল করতে সক্ষম হয়েছে এবং এই সংঘাতে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

মুজাহিদ আরও সতর্ক করেছেন, যদি পাকিস্তান পুনরায় আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

এই উত্তেজনার পেছনে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান (টিটিপি) নেতাদের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযান রয়েছে। জানা যাচ্ছে, নূর ওয়ালি মেসুদ নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে, পাশাপাশি ক্বারী সাইফুল্লাহ মেসুদ ও তার কয়েকজন সহযোগীও প্রাণ হারাতে পারেন। তবে আফগান সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

দু’পক্ষই সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে। আফগান সেনারা আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচাসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি পোস্টে আক্রমণ চালালে পাকিস্তানও পাল্টা জবাব দেয়। রবিবার সকালে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, তারা আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখল করেছে এবং সংঘাতে আফগান সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

উভয় পক্ষের সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় পরিস্থিতি তীব্র এবং উত্তেজনা ক্রমশ বাড়ছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD