দুই মৌসুমি ঝড়ে মেক্সিকো বিপর্যস্ত, প্রাণহানি ৪৪, নিখোঁজ ২৭

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাত এবং টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। সরকারি হিসেবে ৪৪ জনের মৃত্যু হয়েছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (১৩ অক্টোবর) মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানায়, ঝড় ও বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা এই মৌসুমি দুর্যোগে ভেরাক্রুজে ৫৪০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টির কারণে একাধিক স্থানে ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে। উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি, ধসে পড়েছে শত শত বাড়ি।
বিজ্ঞাপন
দেশটির ৫৫টি শহরে ১৬ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখনও ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা দিনরাত ত্রাণ ও উদ্ধারে কাজ করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, “রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ তৎপরতায় ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে—কেউ পিছিয়ে থাকবে না।”