Logo

জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৩:১৫
6Shares
জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান
ছবি: সংগৃহীত

ইরান জাতিসংঘের পরমাণু তত্ত্বাবধায়ক সংস্থা আইএইএ-এর সঙ্গে তার সহযোগিতা চুক্তি স্থগিত করেছে।

বিজ্ঞাপন

বিষয়টি রবিবার (১২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন।

আরাগচি বলেন, “আমরা আইএইএ-এর সঙ্গে চলমান চুক্তি স্থগিত করেছি। যদি জাতিসংঘ এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করবে, আমরা পুনরায় আলোচনায় ফিরব।”

বিজ্ঞাপন

ইরান ১৯৬৮ সালে ‘নন-প্রোলিফারেশন ট্রিটিতে’ সই করেছিল, যাতে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় এবং আইএইএ-এর সঙ্গে সহযোগিতা করবে। তবে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর এই সম্পর্ক তিক্ত হয়ে পড়ে।

আইএইএ জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ। এটি ৯০ শতাংশে উন্নীত হলে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পাওয়া যায়। এক সপ্তাহ পরই ইসরায়েল “দ্য রাইজিং লায়ন” অভিযান শুরু করে, যার ফলে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কয়েকজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয় এবং স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষতি হয়।

বিজ্ঞাপন

সংঘাতের পর আইএইএ পুনরায় সংলাপের প্রস্তাব দিলেও ইরান জানায়, তারা আলোচনায় অংশগ্রহণ করবে, কিন্তু স্থাপনা পরিদর্শনের জন্য বাধ্য থাকবে না। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করার প্রয়োজন তারা মনে করছে না।

সূত্র: আরটি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD