জিম্মিদের মুক্তি উপলক্ষে ইসরায়েল সফরে ট্রাম্প

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রমকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফরে গেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের মাধ্যমে তাঁর সফর শুরু হয়। ট্রাম্পের সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং বড় কন্যা ইভাঙ্কা ট্রাম্প।
সফরে ট্রাম্পকে দেওয়া হবে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’। এই সম্মাননা প্রদান করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ। নেসেটে ট্রাম্প বক্তৃতা দেবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠক করবেন।
বিজ্ঞাপন
এরপর তিনি মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হবেন, যেখানে গাজা শান্তি সম্মেলন শুরু হবে। সম্মেলনের সহ-চেয়ারম্যান হিসেবে থাকবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং ট্রাম্প।
উড়োজাহাজে চড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি ভালোভাবে অবগত এবং সেখানে যাওয়াটা তাঁর জন্য গৌরবের বিষয় হবে। তবে তিনি সতর্ক করে বলেন, “অত্যধিক দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে; তাই সঠিক গতিতে এগোনো উচিত।”