অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তিনজন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা ৩ জন হলেন— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করেন সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।
বিজ্ঞাপন
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পেলেন জোয়েল মোকিয়র।
সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
নোবেল বিজয়ীদের গবেষণা বিশ্ব অর্থনীতি ও উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধির ব্যাখ্যায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।