ফিলিস্তিনি গোষ্ঠী শান্তি প্রস্তাব না মানলে কী হতে পারে, জানালেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন পরিকল্পনা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দিয়েছেন—এই প্রস্তাব মানতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অনীহা দেখালে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
সোমবার (ওয়াশিংটন সময়) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প এ বার্তা দেন। তিনি জানান, ইউরোপ, আরব ও ইসরায়েলি নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির জন্য ২০ দফা সম্বলিত একটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের বিষয়টি যেমন আছে, তেমনি হামাসের কাছে অস্ত্র সমর্পণের শর্তও রাখা হয়েছে। এমনকি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নামও তিনি প্রস্তাব করেছেন।
প্রস্তাবের খসড়া ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ইউরোপীয় নেতারা স্বাগত জানিয়েছেন। তবে হামাস বলেছে, এখনই অস্ত্র ছাড়ার কোনো প্রশ্ন নেই। লিখিত কপি হাতে পাওয়ার পর তারা আনুষ্ঠানিক অবস্থান জানাবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “হামাস ছাড়া সবাই এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। আমার ধারণা, তাদের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া আসবে। তবে যদি তা না হয়— (নেতানিয়াহুর দিকে তাকিয়ে) ইসরায়েল যেভাবে পদক্ষেপ নিতে চাইবে, যুক্তরাষ্ট্র তার পূর্ণ সমর্থন দেবে।”