Logo

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না : নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৪
4Shares
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না : নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।

বিজ্ঞাপন

নেতানিয়াহু বলেন, গাজা থেকে আইডিএফ সরিয়ে দিলে হামাস আবার ঘুরে দাঁড়াতে এবং উপত্যকা পুনর্গঠন করতে সক্ষম হবে। তিনি দৃঢ়ভাবে বললেন, ‘‘এটা ঘটছে না।’’

এছাড়া তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, হামাস যদি গাজা সংক্রান্ত ২০ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন প্রদান করবেন। নেতানিয়াহু বলেন, ‘‘হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে।’’

নেতানিয়াহু হোয়াইট হাউসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তিনি ও ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়। ভিডিওতে নেতানিয়াহু লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা!’’

বিজ্ঞাপন

একটি টেলিগ্রাম ভিডিওতে তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি হয়নি। সাংবাদিকের প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘না, একেবারেই না।’’ তিনি যোগ করেন, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো ধারা নেই এবং ইসরায়েল এটি বলপ্রয়োগে প্রতিরোধ করবে।

সূত্র: বিবিসি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD