হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানাল জাতিসংঘ

গাজায় ইসরায়েলি হামলার মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে হামাসের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
আরও পড়ুন: গাজায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েল
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব গুতেরেস হামাসের দেওয়া ইতিবাচক সাড়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বিশেষ করে জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণের প্রস্তুতি প্রকাশকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী নীতিগতভাবে যুদ্ধবিরতির রূপরেখার সঙ্গে একমত এবং আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
ডুজারিক আরও জানান, মহাসচিব অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার অব্যাহত প্রবাহ নিশ্চিত করার পক্ষে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়েছেন গুতেরেস।