ট্রাম্পের প্রতিকৃতি খচিত বিশেষ মুদ্রা তৈরির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে দেশটির ট্রেজারি বিভাগ এক ব্যতিক্রমী পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী বছর এ উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে তার প্রতিকৃতি খচিত এক ডলার কয়েন তৈরি করার কথা ভাবছে তারা। খবর সিএনবিসি নিউজের।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফ্রিডম ফ্লোটিলা নিয়ে সর্বশেষ যে বার্তা দিলেন শহিদুল আলম
এই বিশেষ মুদ্রার প্রাথমিক খসড়া ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এক পাশে ট্রাম্পের মুখাবয়বের সঙ্গে লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’। এর নিচে খচিত হয়েছে ১৭৭৬-২০২৬ সাল। অন্য পাশে দেখা যাচ্ছে বিদ্রোহী ভঙ্গির ট্রাম্পকে, যিনি উঁচু করা মুষ্টি শক্ত করে দাঁড়িয়ে আছেন। পেনসিলভানিয়ায় ২০২৪ সালের নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া তার বিখ্যাত উক্তি “ফাইট ফাইট ফাইট ফাইট” ওই পাশে গোলাকারভাবে লেখা রয়েছে।
এই মুদ্রা যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা করছে ট্রেজারি বিভাগ। এ প্রসঙ্গে মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ বলেন, ‘এটি কোনো ভুয়া খবর নয়। আমেরিকার জন্মদিন এবং ট্রাম্পকে সম্মান জানিয়ে খসড়াগুলো প্রকাশ করা হয়েছে।’ তিনি আরও জানান, সরকারের শাটডাউন পরিস্থিতি কাটলেই নতুন কিছু নকশা প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তার নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে বিচের বার্তাটি পুনরায় পোস্ট করেছেন। ট্রেজারি মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, বার্ষিকী উদযাপনের জন্য এক ডলার মুদ্রার চূড়ান্ত নকশা এখনো নির্বাচিত হয়নি।