নেতানিয়াহুকে ট্রাম্পের ধমক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাকবিনিময় হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে সরাসরি ধমক দিয়েছেন ট্রাম্প।
গত সোমবার ট্রাম্প ২০ দফার একটি যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন, যার উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসান ঘটানো। শুক্রবার হামাস শর্তসাপেক্ষে প্রস্তাবটি গ্রহণের ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
এরপর ট্রাম্প বিবৃতিতে বলেন, “হামাস শান্তি চায়, এখন দুই পক্ষ সম্মত হলে যুদ্ধবিরতি কার্যকর হবে।”
এর পরপরই ট্রাম্প ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। সেই আলোচনায় নেতানিয়াহু বলেন, হামাসের জবাব ‘ইতিবাচক নয়’, বরং তারা শর্তসাপেক্ষে রাজি হয়ে আসলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এ কথা শুনে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে বলেন, “আমি জানি না আপনি সবসময় এত নেতিবাচক কেন। এটি একটি সাফল্য, আপনাকে এটিকে গ্রহণ করা উচিত।”
বিজ্ঞাপন
এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্পের সেই ফোনালাপে নেতানিয়াহুকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এতে স্পষ্ট, গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প।
হামাস তাদের জবাবে জানিয়েছে, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতির বিনিময়ে তারা জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে প্রস্তাবের অন্যান্য দিক নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
মার্কিন সূত্র জানায়, নেতানিয়াহু হামাসের জবাবকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করলেও, ট্রাম্প সেটিকে সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখছেন। তার মতে, হামাস যদি আলোচনার ইচ্ছা প্রকাশ করে, সেটিই শান্তির পথে বড় অগ্রগতি।