ভারতে হাসপাতালে আগুন, আইসিইউয়ে ৬ রোগীর মৃত্যু

ভারতের রাজস্থানে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন ছয়জন রোগী। এ দুর্ঘটনা ঘটেছে জয়পুরের সাওয়াই মান সিং (এসএমএস) মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে।
বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় নিউরো আইসিইউতে মোট ১১ জন রোগী ছিলেন। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় ছয়জনের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে দ্রুত অন্যত্র সরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন— সিকরের পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা এবং সাঙ্গনার বাহাদুর।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরা। এ সময় ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করেন, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা রোগীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন এবং কেউ উদ্ধারে এগিয়ে আসেননি।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ট্রাম্পের ধমক
হাসপাতালের ট্রমা বিভাগের একজন কর্মী বিকাশ জানান, “আমরা কয়েকজন রোগীকে উদ্ধার করতে পারলেও দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে।”
বিজ্ঞাপন
এ ঘটনায় হাসপাতালের বহু নথি ও সরঞ্জামও পুড়ে গেছে। তবে কর্তৃপক্ষের দাবি— রোগীদের বাঁচানোই ছিল তাদের প্রথম অগ্রাধিকার।