Logo

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৫, ১১:০৮
11Shares
কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তিনি আরও লেখেন, “কানাডার জঘন্য আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।”

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প কানাডা থেকে পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে ইউএসএমসিএ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা চুক্তি)-এর আওতায় থাকা পণ্যের ক্ষেত্রে ছাড়ের সুযোগ রাখা হয়েছিল।

নিজের প্রথম মেয়াদে করা এই ইউএসএমসিএ চুক্তির বাইরে ট্রাম্প কানাডার পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করেছেন—এর মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD