পুতিনকে প্রভাবিত করে যুদ্ধ থামাতে পারেন শি জিনপিং: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর ক্ষমতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আছে।
বিজ্ঞাপন
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই এমন কথা বলে আলোচনায় এলেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, শি জিনপিং পুতিনের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আমাদের মধ্যে কথা হবে।”
বিজ্ঞাপন
এ সময় তিনি জানান, এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান সফর করবেন তিনি। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে তার।
ট্রাম্প বলেন, “দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে আমরা পারস্পরিক স্বার্থ, নানা প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করব।”
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক “খুবই ভালো” এবং তিনি আশাবাদী যে আসন্ন বৈঠকটি “উৎপাদনশীল ও ফলপ্রসূ” হবে।