Logo

আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, দায়িত্বে জয়শঙ্কর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৬
4Shares
আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, দায়িত্বে জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান (ASEAN)–এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার্ ব্যস্ত সময়সূচির কারণ দেখিয়ে এবারের সফর বাতিল করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের আসিয়ান সম্মেলন। মোদির অনুপস্থিতিতে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি, একাধিক সূত্র জানাচ্ছে— মোদি ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন মোদি নিজেই। ফলে এ বছর তাঁর অনুপস্থিতি কূটনৈতিক মহলে বিশেষভাবে লক্ষ্যণীয় বলে মনে করা হচ্ছে।

এদিকে, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন অংশীদার দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের সফরসূচি অনুযায়ী, তিনি ২৬ অক্টোবর দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছাবেন।

সূত্রগুলো আরও জানায়, মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে নির্ধারিত কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯২ সালে ভারত ও আসিয়ানের মধ্যে খাতভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্কের সূচনা ঘটে। পরে ২০০২ সালে তা শীর্ষ সম্মেলন পর্যায়ে উন্নীত হয় এবং ২০১২ সালে রূপ নেয় কৌশলগত অংশীদারিত্বে।

বর্তমানে আসিয়ানের ১০ সদস্য দেশ হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় ভারত ও আসিয়ানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে গভীর।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD