Logo

শ্রীলঙ্কায় বিরোধী রাজনীতিককে গুলি করে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৫, ১৫:৫৯
6Shares
শ্রীলঙ্কায় বিরোধী রাজনীতিককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় এবার বিরোধী দলের স্থানীয় নেতাকে নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক বন্দুকধারী।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) দেশটির দক্ষিণ উপকূলীয় শহর ওয়েলিগামায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত নেতার নাম লাসান্থা বিক্রমাসেকারা (৩৮)। তিনি ওয়েলিগামা কাউন্সিলের চেয়ারম্যান এবং বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি)-এর সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সেদিন স্থানীয় ভোটারদের সঙ্গে বৈঠক চলাকালে হঠাৎ এক বন্দুকধারী কার্যালয়ে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন বিক্রমাসেকারা। তবে এতে অন্য কেউ আহত হননি। হামলাকারী গুলি চালানোর পরই পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটলেও এবারই প্রথম কোনও রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হলো।

কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে হত্যার পেছনে কী কারণ—তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সূত্র বলছে, ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধী দল এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল।

বিজ্ঞাপন

চলতি বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব ঘটনার বেশিরভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে।

গত বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার শাসনামলে এটি প্রথম কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতের ভেতরে ঢুকে এক আসামিকে গুলি করে হত্যা করেছিল, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD