Logo

জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৫, ১১:৫৬
29Shares
জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি বোঝাই ট্রাকটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে জ্বালানি ছড়িয়ে পড়ে রাস্তাজুড়ে। এরপর আশপাশের বহু লোক বালতি, বোতল ও পাত্র নিয়ে ছুটে আসে তেল কুড়াতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ পুড়ে মারা যান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহকারী ব্যক্তিদের মধ্যেই বেশিরভাগ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু নিশ্চিত করেছেন, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত মহাসড়কটিতে মারাত্মক যানজট তৈরি হয়েছে।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। সাধারণত রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD