Logo

মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ যুক্তরাজ্যের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৫, ২০:২৪
501Shares
মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত

বর্তমানে সহিংসতা এবং ঘৃণা অপরাধের কালো ছায়া যখন উপাসনালয়কেও গ্রাস করতে চাইছে, ঠিক তখনই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে রক্ষায় বড় অংকের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সম্প্রতি সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে সন্দেহভাজন অগ্নিসংযোগ হামলার পর তিনি মুসলিম কমিউনিটির সুরক্ষার জন্য অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড (এক কোটি পাউন্ড) নিরাপত্তা তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হামলায় ক্ষতিগ্রস্ত পিসহ্যাভেন মসজিদ পরিদর্শনের সময় স্যার কিয়ার স্টারমার এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এই তহবিল মুসলিম সম্প্রদায়কে সুরক্ষা দেবে এবং তাদের শান্তিতে ও নিরাপদে বসবাস করতে দেবে। প্রধানমন্ত্রী আরও বলেন যে ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ এবং যেকোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ আমাদের গোটা জাতির ওপর ও আমাদের মূল্যবোধের ওপর আক্রমণ।

গত ৪ অক্টোবর পিসহ্যাভেন মসজিদের সামনের প্রবেশদ্বার এবং একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। যদিও কেউ আহত হননি, তবে সাসেক্স পুলিশ এই ঘটনাটিকে ঘৃণা অপরাধ হিসেবে গণ্য করে তদন্ত করছে। এই হামলার সন্দেহে বুধবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন ঘোষিত এই তহবিল মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোর জন্য সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, সুরক্ষিত বেড়া এবং নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যবহৃত হবে। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে মসজিদের এক সদস্যের পরিবার জানায়, দরজা পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সেই সদস্য ভেতরে থাকার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং খুবই আঘাত পেয়েছেন।

পরিবারটি জানায়, মসজিদটি ছিল তার জীবন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, উপাসনালয়ে আমাদের নিরাপত্তার প্রয়োজন হওয়া উচিত নয় এবং এটির প্রয়োজন হচ্ছে দেখে আমি দুঃখিত।

বিজ্ঞাপন

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ২০২৫ সাল পর্যন্ত এক বছরে মুসলিম-বিদ্বেষী ঘৃণা অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট ধর্মীয় ঘৃণা অপরাধের ৪৪ শতাংশ মুসলিমদের লক্ষ্য করে করা হয়েছিল। সূত্র: বিবিসি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD