২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম আসবে ছয় বছরে সর্বনিম্নে

বিশ্ববাজারে আগামী বছর (২০২৬) পণ্যমূল্য গত ছয় বছরের মধ্যে সবচেয়ে নিচের স্তরে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বিজ্ঞাপন
সংস্থাটির সাম্প্রতিক কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা, জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ ও নীতিগত অনিশ্চয়তার কারণে পণ্যের দাম গড়ে প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দামের পতনের ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি ইতোমধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি চাল, গমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের দাম হ্রাস পাওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যপণ্যের সাশ্রয় বাড়ছে।
বিজ্ঞাপন
তবে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে পণ্যমূল্য ২০১৯ সালের তুলনায় গড়ে ২৩ শতাংশ এবং ২০২৬ সালে ১৪ শতাংশ বেশি থাকবে। অর্থাৎ, দাম কমলেও তা এখনো মহামারি-পূর্ব সময়ের তুলনায় বেশি থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পণ্যবাজার বর্তমানে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে। তবে বিশ্বব্যাংকের সতর্কবার্তা- এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। তাই বিভিন্ন দেশের সরকারকে এই সুযোগে রাজস্বনীতি ও বিনিয়োগ কাঠামোকে টেকসই রূপ দিতে হবে।
বিজ্ঞাপন
বিশ্বব্যাংক আরও বলছে, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, লা নিনার জলবায়ুগত প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট বিদ্যুৎচাহিদার বৃদ্ধি আগামী বছর পণ্যবাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। ফলে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে এসব ঝুঁকি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।








